বগুড়ার সাবগ্রামে যুবক খুন
বগুড়া সাবগ্রামে ঘুনিয়াতলা উচ্চ বিদ্যালয়ের বিদায় সংর্বধনা অনুষ্ঠানে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেন রবিন (২১) নামের এক যুবকে।
নিহত রবিন (২১) ভাটকান্দি দক্ষিন পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার দুপুর একটার দিকে বগুড়া পৌরসভার ২১ নং ওয়ার্ডে ঘুনিয়াতলা বিদ্যালয় মাঠে এ হত্যাকাণ্ড ঘটে।
জানা যায়, রবিন ঘুনিয়াতলা উচ্চ বিদ্যালয়ের বিদায় সংর্বধনা অনুষ্ঠান চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন। পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা রবিনকে সেখানে থেকে ডেকে নিয়ে বিদ্যালয়ে পিছনে নিয়ে যায়। সেখানে তাকে দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান রবিন।
ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে সদর থানার পুলিশ ওসি সেলিম রেজা জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান,আমরা খবর পেয়েই ঘটনাস্থলে এসেছি। আসামীদের অতি শীঘ্রই ধরার জন্য আমাদের টীম মাঠে নেমেছে।