প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় বনি হত্যাকারীদের গ্রেফতারে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে মানববন্ধন

বগুড়ায় পলিটেকনিক শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী আল জামিউ ওরফে বনি (২২) হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের গ্রেফতার করে দ্রুত বিচার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন বিডি ক্লিনের সদস্যরা।
এসময় মানববন্ধন থেকে আগামী ৭২ঘন্টার আল্টিমেটামও বেঁধে দেন তারা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের সাতমাথায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিডি ক্লিন এর রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মাহবুব আলম জিয়ন এর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন বিডি ক্লিন নন্দীগ্রাম উপজেলা সমন্বয়ক মোহম্মদ রাকিব, বগুড়া সাইক্লিইস এর কো-অর্ডিনেটর মোঃ নাজমুজ্জামান, অর্থ সম্পাদক রাহেল, অনলাইন রক্তদান সংস্থার সভাপতি মোঃ সোহেল রানা, অন্যতম সদস্য মিশু সরদার, বগুড়া রানার এর এডমিন মোঃ সোয়াইব সহ সকল সংঠনের স্বেচ্ছাসেবক এবং বগুড়া পলিটেকনিক এর শিক্ষার্থীবৃন্দ।

মানববন্ধন থেকে আগামী ৭২ঘন্টার মধ্যে খুনীদের গ্রেফতার না করা হলে বগুড়ার সমস্ত জনগণ, সকল ছাত্রছাত্রী ও স্বেচ্ছাসেবীদের নিয়ে সাতমাথা অবরুদ্ধসহ কঠোর আন্দোলন করার আল্টিমেটাম দেয়া হয়।

৩ জুন বান্ধবীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বিকেলে খুন হন বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স বিভাগের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী বনি। তিনি বগুড়া সাইক্লিটস ক্লাবের সাধারণ সম্পাদক। এ ছাড়াও তিনি বিডি ক্লিন, বগুড়া অনলাইন রক্তদান, রোভার স্কাউটসহ একাধিক সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

এ ঘটনার রাতেই বনির বাবা আনিছুর রহমান বাদী হয়ে থানায় দুজনের নাম উল্লেখসহ তিন–চারজনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা বলেন, এ পর্যন্ত এজাহারে উল্লেখিত কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে সন্দেহভাজন দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা হলেন শহরের নারুলী এলাকার ইউনুস আলীর ছেলে রুহেল (৩০) ও লতিফপুর কলোনি এলাকার রুস্তম আলীর ছেলে জিসান (২০)। এছাড়া বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button