সারাদেশ
বিক্ষোভ শেষ করতে বলায় পুলিশকে মারধোর
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। কয়েকটি ইসলামি সংগঠনের নেতারা শুক্রবার (১০ জুন) দুপুর আড়াইটার দিকে তার ওপর হামলা চালান।
পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, জুম্মা নামাজের কিছুক্ষণ পর ঢাকা উদ্যান এলকায় ইসলামি দলগুলো বিক্ষোভ শুরু করলে মোহাম্মদপুর থানার ওসি তাদেরকে ১০ মিনিটের মধ্যে বিক্ষোভ শেষ করতে অনুরোধ করেন। ওসি এ সময় পাঞ্জাবি পরিহিত ছিলেন। কথা বলে চলে যাওয়ার সময় পেছন থেকে ওসির ওপর হামলা ও মারধর করে।
ওসি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। ওসিকে প্রথমে চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসক জানিয়েছেন, তিনি এখন শঙ্কামুক্ত।