সারাদেশ

বিশ্বরোডে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর কুড়িল বিশ্বরোডে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ জুন) সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ তুরাগ পরিবহণের একটি বাসে এ আগুন লাগার ঘটনা ঘটে।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। এরপর প্রায় বিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। 

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা খানম আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

এই বিভাগের অন্য খবর

Back to top button