আদমদিঘী উপজেলাপ্রধান খবর
বগুড়ায় বাড়ির উঠানে গাঁজা চাষ করতেন শহিদুল
বগুড়ার আদমদীঘিতে বসত বাড়ির উঠানে গাঁজা চাষ করার অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের সদস্যরা।
আটককৃত শহিদুল ইসলাম (৪২) মাদক ব্যবসায়ী পশ্চিম লোকু সিভিল কলোনীর আব্দুর রাজ্জাকের ছেলে।
রোববার সকালে সান্তাহার পৌর শহরের পশ্চিম লোকু সিভিল কলোনীতে একটি বসত বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে৷
সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেল উপ-পরিদর্শক শামীমা আকতার বলেন, শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে তার বসত বাড়ির উঠানে গাঁজা গাছের চাষ করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে বড় ১টি গাঁজা গাছ জব্দ করে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে তার বিরুদ্ধে দুপুরে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা একটি দায়ের করে বগুড়া আদালতের মাধ্যম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এসএ