আদমদিঘী উপজেলাপ্রধান খবর

বগুড়ায় ছাত্র ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে মাদ্রাসার মক্তব শ্রেণির একজন ছাত্রকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে।

অভিযুক্ত মাহফুজকে (৩৫) র‌্যাব ১২ এর সহযোগিতায় গ্রেপ্তার করেছে পুলিশ। শিক্ষক মাহফুজ আদমদীঘির চাঁপাপুর বাজারের মোহাম্মদ আলী কাজীর ছেলে।

এঘটনায় মাদরাসা ছাত্রের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

জানা যায়, বগুড়ার উত্তর চেলোপাড়ার ভিকটিম শিশুটি আদমদীঘির সিদ্দিক হোসেন এতিমখানার আবাসিকে থেকে আড়াইল ফয়জুল উলুম কওমী মাদ্রাসায় মক্তব শ্রেণিতে লেখাপড়া করে। ১ জুন রাত সাড়ে ১০টার সময় রাতের খাবার শেষ করে সে মক্তবখানায় শুয়ে পড়ে। ওইসময় মাদ্রাসার শিক্ষক মাহফুজ ওই ছাত্রকে পাশের হেফজখানা রুমে ডেকে নিয়ে ধর্ষণ করে।

৪ জুন তাকে দেখার জন্য তার মা মাদ্রাসায় আসলে ওই ছাত্র তার মাকে বিষয়টি জানায়। ছাত্রের মা মাদ্রাসার সভাপতিকে জানালে কোনো ব্যবস্থা গ্রহণ করেন নি। তিনি শিক্ষককে মাদ্রাসা থেকে তাড়িয়ে দেন।

শেষে বিষয়টি থানা পুলিশের নজরে পড়লে বগুড়া র‌্যাব-১২ এর সহযোগিতায় পুলিশ অভিযান চালিয়ে ১২ জুন রাতে চাঁপাপুর এলাকা থেকে শিক্ষক মাহফুজকে গ্রেপ্তার করে।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং আসামি মাদ্রাসার শিক্ষক মাহফুজকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।’

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button