প্রধান খবরশিবগঞ্জ উপজেলা

বগুড়ায় গাঁজাসহ দুই বোন আটক

বগুড়ায় ২ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই বোনকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ জব্দ করা হয়।

আটককৃতরা হলেন বকুল বেগম (৫২) ও শিউলি বেগম (৪৮)।

মঙ্গলবার বেলা ৩টার দিকে জেলা শিবগঞ্জ উপজেলার নাগরকান্দি প্রতাপবাজু গ্রাম থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-১২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বকুল ও শিউলি নামের দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও টাকা জব্দ করা হয়।

নজরুল ইসলাম জানান, আটক দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button