প্রধান খবরশাজাহানপুর উপজেলা

বগুড়ায় খাল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে খালে ভাসমান নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকেলে ফুলতলার ঢাকা-রংপুর মহাসড়কের পাশের খাল থেকে এই মরদেহ উদ্ধার করা হয়েছে।

শাজাহানপুর কৈগাড়ী ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সৈকত হাসান জানান, দুপুরে বর্জ্য নিষ্কাশনের খালে স্থানীয়রা নবজাতকের আর্ধগলিত মরদেহ ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ নবজাতকের মরদেহটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মরদেহ অন্তত দুইদিন আগে খালের পানিতে ফেলে দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button