বিনোদন

সরকারি অনুদান পেলেন শাকিব-অপু

২০২১-২২ অর্থ বছরে চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান-অপু বিশ্বাস।

এর মাধ্যমে প্রযোজকের খাতায় নাম লেখালেন অপু বিশ্বাস। দুজনই ৬৫ লাখ করে টাকা পাবেন।  

বুধবার (১৫ জুন) একটি প্রজ্ঞাপনের মাধ্যমে তালিকা প্রকাশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ বছর ১৯টি সিনেমা অনুদান পাবে। 

দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের সিনেমার নাম ‘মায়া’। এবারই প্রথম প্রযোজক হিসেবে অনুদান পেলেন তিনি। সিনেমাটি নির্মাণ করছেন হিমেল আশরাফ।

এদিকে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সিনেমার নাম ‘লাল শাড়ি’। সিনেমাটি নির্মাণ করছেন বন্ধন বিশ্বাস। 

এই বিভাগের অন্য খবর

Back to top button