করোনা আপডেটজাতীয়প্রধান খবর

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩৫৭ জন

এক দিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা আরও বেড়েছে। দেশে নতুন করে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩৫৭ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ৯৯৪ জনে।

বৃহস্পতিবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনাক্তের হার ৫ দশমিক ৭৬ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

দেশে কয়েক দিন ধরেই বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা।

গত বৃহস্পতিবার করোনা শনাক্ত হয় ৫৯ জনের। শুক্রবার তা বেড়ে হয় ৬৪ জন, শনিবার তা আরো বেড়ে দাঁড়ায় ৭১ জনে। রবিবার ১০৯ জন, সোমবার তা বেড়ে ১২৮ জনে দাঁড়ায়, মঙ্গলবার ১৬২ জন ও বুধবার তা বেড়ে দাঁড়ায় ২৩২ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ পাঁচ হাজার ৬১৮ জন। এ সময় ছয় হাজার ২২৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ছয় হাজার ২০০টি নমুনা। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

এর আগে গত ১৭ মার্চ ২৩৩ জনের করোনাভাইরাস শনাক্তের খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তিন মাস পর ফের দুইশর বেশি রোগী শনাক্তের খবর এলো।

নতুন শনাক্তদের মধ্যে ৩২৮ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। এর বাইরে নারায়ণগঞ্জে ২ জন; বরিশালে দুইজন, চট্টগ্রামে ১৬ জন, কক্সবাজারে সাতজন কোভিডে আক্রান্ত হওয়ার খবর এসেছে।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর আসেনি। ফলে মৃত্যুর মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ১৩১ জন রয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের বৃহস্পতিবার বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৩৬ হাজার ৮৯৯ জনের। সুস্থ হয়েছেন ৫১ কোটি ৭৯ লাখ ৪২ হাজার ২৫১ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৫৪ কোটি ২৬ লাখ এক হাজার ৯৯৫ জন।

এই বিভাগের অন্য খবর

Back to top button