রাজ বাবা বলে ডাকলেই পেটের মধ্যে নড়াচড়া টের পাই: পরীমনি
![](https://boguralive.com/wp-content/uploads/2022/06/prothomalo-bangla_2022-06_7395caa5-f479-4736-8282-ca4b9f8153fb_285680552_559952125581634_4615282136597340379_n.jpg)
নিজের মাতৃত্বকালীন এই সময়টা বেশ উপভোগ করছেন নায়িকা পরীমনি। স্বামীকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, আনন্দ করছেন।
সম্প্রতি এক ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরী জানালেন, ‘সারাক্ষণ রাজ যত্ন নিচ্ছে আমার। পছন্দের নানা ধরনের ডিশ নিয়মিতই রান্না করে খাওয়াচ্ছে। রাজ বাসায় থাকলে কিছুক্ষণ পর পরই আমার পেটে হাত দিয়ে ‘বাবা’,‘বাবা ’ বলে ডাকে। আমার সন্তান হয়তো বুঝতে পারে। কারণ রাজ ডাকলেই পেটের মধ্যে নড়াচড়া টের পাই। অনাগত সন্তানের কথা মনে করে মাঝে মাঝেই আনন্দে আত্মহারা হয়ে যাই। এ যেন এক ভীষণ সুখের সময় পার করছি আমরা দুজনে।’
স্বামীর এত যত্ন-ভালোবাসায় পরীর আক্ষেপ, রাজের সঙ্গে কেন ছোটবেলায় দেখা হলো না তার! রাজের বিষয়ে পরী বললেন, ‘ছোটবেলায় দেখা হলে আরও বেশি করে পেতাম মানুষটাকে। ভালোবাসার জন্য এই এক জীবন কখনও কখনও যথেষ্ট মনে হয় না। মন আরও চায়। আমার আর রাজের প্রেম জমে গেছে।’
মা হতে চলার খবর শুনে ওই মুহূর্তের অনুভূতির কথা জানিয়ে পরীমনি বলেন, ‘তখন মনে হচ্ছিল আমার দুটো ডানা গজিয়েছে। আমি সত্যি সত্যি পরী হয়ে গেছি। আমি উড়ে যাচ্ছি সাদা মেঘের পালের সঙ্গে। পৃথিবীটাকে এক টুকরো স্বর্গ মনে হচ্ছিল তখন!’
ব্যক্তিগত জীবনের সব আবেগের কথাই ফেসবুকে ফুটিয়ে তোলেন পরীমনি। অন্তঃসত্ত্বা হওয়ার খবরটাও ভক্তদের সঙ্গে শেয়ার করতে গিয়ে আবেগী হয়ে পড়েন এ নায়িকা।