দিবসপ্রধান খবর

আজ বাবা দিবস

১৯ জুন গোটা বিশ্ব জুড়ে পালিত হবে বাবা দিবস। বাবার প্রতি ভালবাসা এবং শ্রদ্ধা জানাতে প্রত্যেক বছর ১৯ জুন এই দিনটিকে পালন করা হয়।

সন্তানকে ছোট থেকে বড় করতে, সংসারের প্রতি দায়িত্ব পালন করতে প্রত্যেক বাবা যেভাবে নিজের জীবনের সবটুকু দিয়ে সবাইকে আগলে রাখেন, সেইদিনটিকে মনে রাখতেই পালন করা হয় বাবা দিবস।

বাবারাই হন শিক্ষক, বন্ধু এবং সংসারের অন্যতম কাণ্ডারি। যাঁর ছায়ায় ছোট থেকে একটু একটু করে বেড়ে ওঠে সন্তান। বাবার ছত্রছায়ায় বেড়ে ওঠা সন্তানও যাতে ভবিষ্যতে নিজের ছাপ রাখতে পারে সমাজের উপর, পরিবারের উপর, সেই চেষ্টা করেন পৃথিবীর প্রায় সব বাবা। তাই বাবা দিবসে জানান আপনার প্রিয় মানুষটিকে শুভেচ্ছা…

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button