আন্তর্জাতিক খবর
পাখির ডানার আঘাতে মাঝআকাশে বিমানে আগুন
পাটনা থেকে দিল্লিগামী স্পাইসজেটের একটি বিমানে মাঝআকাশে পাখির ডানার আঘাতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
রোববার (১৯ জুন) এ ঘটনার পর পাটনায় জরুরিভাবে নিরাপদে অবতরণ করেছে বিমানটি।
এক বিবৃতিতে স্পাইসজেট জানায়, স্পাইসজেটের বি৭৩৭-৮০০ বিমানটি ফ্লাইট এসজি৭২৩ হিসেবে দিল্লি থেকে পাটনায় যাচ্ছিলো। উড্ডয়নের সময়ই ককপিট ক্রু ধারণা করেছিলেন বিমানটির এক নম্বর ইঞ্জিনে আঘাত করেছে পাখি। পরে ইঞ্জিন থেকে স্ফুলিঙ্গ বেরুতে দেখে ক্রু ক্যাপ্টেনকে জানালে তিনি বিমানটিকে জরুরী অবতরণ করান।
পাখির আঘাতে ইঞ্জিনের তিনটি ব্লেড ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তারা।
জানা গেছে, বিমানে ১৮৫ জন যাত্রী ছিলেন।
সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। বিমানটি নিরাপদে অবতরণ করেছে।