প্রধান খবরশিবগঞ্জ উপজেলা

বগুড়ায় জুয়ার আসরে বজ্রপাত, আহত ৬ জুয়ারি

বগুড়া জেলার শিবগঞ্জ উপ‌জেলায় জুয়ার আসরে বজ্রপাতে ৬ জন আহত হয়েছেন। রোববার (১৯ জুন) বিকেলে উপজেলার গড় মহাস্থান উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন: উপজেলার গড় মহান্থান গ্রামের জুয়েল (৩৫), সুমন (৩৫), রব্বানী (২৪), মোমিন (২৬), এলিম (২২) ও মন্টু (৩০)।  

জানা যায়, রোববার বিকেলে গড় মহাস্থান গ্রামের ৮ যুবক উত্তরপাড়ার মোবারক আলীর ইউকেলিপটাস বাগানে জুয়ার আসর বসায়। বিকেল ৪টার দিকে জুয়ার আসর চলাকালে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ওই আসরের ৬ জন আহত হন। আহতরা প্রতিদিনই বিভিন্ন স্থানে জুয়ার আসার বসিয়ে জুয়া খেলে।

এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে তিন জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং রব্বানী, জুয়েল ও সুমনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছিলিমপুর ও মে‌ডি‌ক্যাল ফা‌ড়ির এ‌টি এসআই লালন হো‌সেন ব‌লেন, বজ্রপাতে আহত হ‌য়ে তা‌দের একজনেরও জ্ঞান ছি‌লে না। তা‌দের চিকিৎসা চল‌ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button