কাহালু উপজেলা

বগুড়ায় গাঁজাসহ মাদক কারবারি আটক

বগুড়ার কাহালুতে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১২।

গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম (৩২), কুমিল্লার কতোয়ালি উপজেলার আমড়াতলী গ্রামের মৃত জুলফু মিয়ার ছেলে।

সোমবার ভোর ৬টায় উপজেলার দরগাহাট বন্দরে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়েছে।

সোমবার দুপুরে র‍্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়ির সহকারী পুলিশ সুপার (এএসপি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়। একপর্যায়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাইফুলকে আটক করা হয়েছে। এসময় তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত সাইফুলের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে কাহালু থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button