বগুড়ায় সম্মেলনের ব্যানার টানাতে গিয়ে ছাত্রলীগকর্মীর মৃত্যু
বগুড়ার শেরপুরে পৌর আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে ডিজিটাল ব্যানার-প্যানা টানাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক ছাত্রলীগকর্মীর মৃত্যু হয়েছে।
নিহত মনির হোসেন(২৪) পৌরশহরের উত্তরসাহাপাড়া এলাকার হাবিবর রহমানের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
বুধবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও নিহত যুবকের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, শেরপুর পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ২৪ জুন। সম্মেলনকে ঘিরে শহরের গুরুত্বপূর্ণ স্থানে ডিজিটাল ব্যানার-প্যানা লাগাতে শুরু করেছেন বিভিন্ন পদের দলীয় প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে পৌর এলাকায় বিকাল বাজারে সম্মেলনের সফলতা কামনা করে বিদ্যুতের খুঁটির সঙ্গে ডিজিটাল ব্যানার-প্যানা টানাচ্ছিলেন ছাত্রলীগকর্মী মনির হোসেন।
এ সময় অসাবধানতাবশত খুঁটির তারে বিদ্যুতায়িত হয়ে তিনি নিচে ছিটকে পড়ে যান। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাকে বগুড়ায় শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনির হোসেন।
ঘটনার সত্যতা স্বীকার করে বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বেদার উদ্দিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএ