বিনোদন
আমি মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আমি পদ্মা সেতু উদ্বোধন দেখেছি: শাওন
দেশের জনপ্রিয় অভিনেত্রী, নির্মাতা ও গায়িকা মেহের আফরোজ শাওন বলেছেন, আমি মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আমি পদ্মা সেতু উদ্বোধন দেখেছি। এটা এক অসাধারণ অনুভূতি।
শনিবার (২৫ জুন) সকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সুধী সমাবেশস্থলে পৌঁছে পদ্মা সেতু নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেন এই অভিনেত্রী।
শাওন বলেন, আমার প্রজন্ম পদ্মা সেতুর উদ্বোধনটা স্বচক্ষে দেখতে পারছে। যারা সামনা সামনি দেখছি, টিভিতে দেখছি বা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে দেখছি এটা একটা অসাধারণ অনুভূতি সকলের জন্য।
এই অভিনেত্রী আরও বলেন, আমরা যে হার না মানা জাতি। আমরা যে আমাদের অধিকার আদায় করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর বদৌলতে আমরা সেটা আরেকবার প্রমাণ করতে পারলাম। অবশ্যই এটা একটা অসাধারণ মূহুর্ত আমাদের জন্য।