বগুড়ায় বিদ্যুতায়িত হয়ে শ্রমিক নিহত
বগুড়ার আদমদীঘিতে বিল্ডিংয়ে নির্মান কাজ করতে গিয়ে এক গৃহ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত শিমুল হোসেন (৩২) আদমদীঘি সদরের ডহরপুর গ্রামের আবুবক্কর সিদ্দিকের ছেলে।
শনিবার বেলা ১০ টায় মুরইল বাজারের ইতালি প্রবাসী রশিদুল ইসলামের বাসায় নির্মাণ কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত কয়েক দিন যাবত রশিদুলের বাসায় ৫/৬ জন গৃহনির্মাণ শ্রমিক নিয়ে বিল্ডিং নির্মাণ কাজ করছিলেন হেড মিস্ত্রী শিমুল হোসেন। নির্মাণ কাজ করার সময় অসাবধানতাবসত প্রধান মিস্ত্রী শিমুল হোসেন বিল্ডিংয়ের দুতলায় বাসার পাশের ৩৩ হাজার ভোল্টের পিডিপির বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়। তাকে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএ