করোনা আপডেটজাতীয়প্রধান খবর

করোনায় শনাক্ত ২ হাজার ছাড়িয়েছে

দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। সেই সঙ্গে করোনা আক্রান্ত ২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল রোববার সকাল থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ২০ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৬৭ হাজার ২৭৪ জন। তাদের মধ্যে ২৯ হাজার ১৪২ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ১৭৯ জন কোভিড রোগী। তাদের নিয়ে ১৯ লাখ ৬ হাজার ৮৬৭ জন সেরে উঠেছেন।

গতকাল নতুন রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৬৮০ জন। শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৬৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীর মধ্যে ১ হাজার ৮০৬ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপট কমলে ফেব্রুয়ারির শেষ দিকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে নেমে আসে। ধারাবাহিকভাবে কমতে কমতে এক পর্যায়ে ২৬ মার্চ তা একশর নিচে নেমে এসেছিল। গত ৫ মে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা নেমেছিল ৪ জনে। শনাক্তের হার ১ শতাংশের নিচে ছিল বেশ কিছু দিন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ।

এই বিভাগের অন্য খবর

Back to top button