শাজাহানপুর উপজেলা

শাজাহানপুরে রাস্তা সংস্কার কাজে বাধা! সাংবাদিককে প্রাণ নাশের হুমকির অভিযোগ

বগুড়া শাজাহানপুরে বাড়ির পাশে কাচা রাস্তা সংস্কারের কাজে বাঁধা প্রদান করে চাদা দাবির অভিযোগ উঠেছে।

বুধবার সন্ধ্যা ৮ টার দিকে শাজাহানপুর নবীন কাটাবাড়িয়া উত্তরপাড়া গ্রামস্থ্য জনৈক মোঃ জালাল এর বাড়ীর সামনে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, শাজাহানপুর কাটাবাড়িয়া উত্তরপাড়া মৃত মকছেদ আলীর ছেলে মোঃ নজরুল ইসলাম ও মিলনের (৪৮) বাড়ির পাশে কাচা রাস্তা বৃষ্টির পানিতে ডুবে গেছে। রাস্তার ব্যাপক ক্ষতি হওয়ার কারণে স্থানীয় লোকজন চলাচলের অনুপযোগী হওয়ায় রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমাণ্য ব্যক্তিদের সহিত আলোচনা করে রাস্তায় বালু ফেলতে শুরু করে।

এসময় বিবাদীরা হাতে লাঠি, লোহার রড়, ধারালো চাকু, দেশীয় অস্ত্রসস্ত্র সহ বে-আইনী জনতায় দলবদ্ধ হয়ে রাস্তার কাজে বাঁধা প্রদান করে ৫০০০০ টাকা দাবি করে।চাদা না দিলে প্রাণে মারিয়া ফেলার হুমকি সহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে।

একপর্যায়ে চাদার টাকা না দিলে বিবাদী মোঃ মোস্তফা কামাল মনা (৩০) তার হাতে থাকা ধারালো চাকু দিয়ে নজরুল ইসলামকে প্রাণ নাশের হুমকি দেয়। জীবন রক্ষার্থে তিনি চুপ করে থাকলে বিবাদীরা ক্রয়কৃত বালু সহ বালু বোঝাই ট্রাক জোরপূর্বক নিয়ে চলে যায়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমার বিষযটিতে অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নিব।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button