করোনা আপডেটপ্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় করোনা সংক্রমণ বাড়ায়, মাস্ক নিশ্চিত করতে মাঠে জেলা প্রশাসন

বগুড়ায় গেলো ২৪ ঘণ্টায় আরো ৬জনের দেহে করোনায় শনাক্ত হয়েছে। সচেতনতা স্বাস্থ্যবিধি পালনসহ ছয় দফা নির্দেশনা মানাতে মাঠে কাজ শুরু করেছে জেলা প্রশাসন।

বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ সাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ৫৯ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ৫৫ নমুনায় ছয়জন করোনা পজিটিভ হন। নতুন করোনায় শনাক্ত ছয়জনই সদরের বাসিন্দা।

এদিকে, করোনাভাইরাসের এই ঊর্ধ্বমুখী সংক্রমণ প্রবণতার কারণে মন্ত্রিপরিষদ বিভাগ কভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পরামর্শ অনুসারে মাস্ক পরা, জনসমাগম যথাসম্ভব বর্জন এবং কঠোরভাবে স্বাস্থ্যবিধি পালনসহ ছয় দফা নির্দেশনা জারি করেছে। এসব নির্দেশনা মানাতে জেলা প্রশাসন মাঠে কাজ শুরু করেছে।

সকালে শহরের বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুন নাইম মাস্ক বিতরণ সময় জানান, মানুষের মধ্যে মাস্ক পরিধান নিয়ে সচেতনতা বাড়াতে জেলা প্রশাসন কাজ শুরু করেছে। এটি অব্যাহত থাকবে। করোনা টিকা নেয়া হোক বা না হোক উভয় অবস্থাতেই সবাইকে বাড়ির বাইরে বের হলে মাস্ক পরিধান করতে হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button