প্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ায় ট্রাকচাপায় এক নারীর মৃত্যু

বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় পিষ্ট হ‌য়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হ‌য়ে‌ছে।

বুধবার বিকা‌লে সাড়ে ৫টার দিকে উপ‌জেলার ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ফলপ‌ট্টি এলাকায় ঘটনাটি ঘ‌টে‌।

জানা গে‌ছে, নিহত ওই নারী প্রতিদিন রাস্তা ও শেরপুরের বিভিন্ন এলাকায় পরিত্যক্ত বোতল কুড়িয়ে বেড়াতেন। বিকালে বোতল কুড়িয়ে নিয়ে রাস্তার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে পড়ে গেলে গাইবান্ধা থেকে ছেড়ে ঢাকাগামী একটি কাঠ বোঝাই ট্রাক চাপায় তিনি পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানিউল আনাম জানান, নিহত নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক র‌য়ে‌ছেন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button