করোনা আপডেটপ্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় ৪ মাস পর করোনায় মৃত্যু

বগুড়ায় দীর্ঘ চার মাস পর করোনা আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত মমতাজ উদ্দিন(৭৫) বগুড়া শিবগঞ্জের বাসিন্দা।

বুধবার রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ সাহারুল ইসলাম খান জানান, একজনের মৃত্যুর পাশাপাশি জেলায় গেলো ২৪ ঘণ্টায় ৩৯ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে শজিমেকের ৩৪ নমুনায় ৫ জন এবং জিন এক্সপার্ট মেশিনে এক নমুনার একটি পজিটিভ এসেছে।

তিনি আরো জানান, এখন হাসপাতালে রোগী সংখ্যা একজন এবং মৃত্যুর সংখ্যা বেড়ে ৭০৬ জনে দাঁড়িয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button