রড দিয়ে পিটিয়ে পোশাক শ্রমিককে আহত, দু’দিন পর মৃত্যু

ঢাকার আশুলিয়ায় ডেকে নিয়ে রড দিয়ে পিটিয়ে জখমের দু’দনি পর রাকিবুল ইসলাম উজ্জল (২৪) নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রাকিবুল বগুড়া জেলার সাড়িয়াকান্দি থানার চন্দনবাইশা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি আশুলিয়ার নতুন ইপিজেডে ‘প্যাকজার বাংলাদেশ লিমিটেডে’ নামের একটি পোশাক কারখানায় কাজ করে আসছিলেন।
সোমবার সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাকিবুলের মামাতো ভাই সজিব বলেন, ‘একটি মেয়েকে কেন্দ্র করে কয়েকদিন আগে বন্ধু গোলাম রাব্বানীর সঙ্গে উজ্জলের মারামারি হয়।
এর জেরে ১ জুলাই রাতে জুয়েল উজ্জলকে ফোন দিয়ে বাসার পাশে ডেকে নেয়। সেখানে সুমনসহ অজ্ঞাতনামা পাঁচ-সাতজন তাকে রড দিয়ে পিটিয়ে জখম করেন। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।’
এ বিষয়ে পুলিশ জানায়, দায়ীদের গ্রেফতার করতে অভিযান চালানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসএ