প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বগুড়ায় ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সন্তোষা গ্রামের সোহেল রানা (৩২) ও সজিব মৃধা (২২)। এদের মধ্যে সোহেল ট্রাকের চালক ও সজিব হেলপার।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের জুয়ানপুর গাড়ীদহ এলাকা থেকে তাদের আটক করা হয়।

বগুড়ার র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, লালমনিরহাট থেকে পাবনাগামী একটি ট্রাকে গাঁজার চালান যাচ্ছে। এমন সংবাদে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ট্রাক থেকে ২০ কেজি গাঁজা, নগদ টাকা ও মোবাইলসহ দুজনকে আটক করা হয়। এসময় মাদক বহনে ব্যবহৃত ট্রাক জব্দ করে র‍্যাব।

তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button