আইন ও অপরাধপ্রধান খবরবগুড়া জেলা
অর্থ আত্মসাত: যমুনা ব্যাংকের বগুড়া শাখার ম্যানেজারের জামিন বাতিল
১২ কোটি টাকা অর্থ আত্মসাতের মামলায় যমুনা ব্যাংকের বগুড়া বড়গোলা শাখার সাবেক ম্যানেজার শওকত আরমানের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সাল থেকে পরবতী এক বছরে ২৪ জন গ্রাহকের টাকা আরমান নিজ অ্যাকাউন্টে নিয়ে আত্মসাৎ করে। এমন অভিযোগ পেয়ে তদন্ত শুরু করলে প্রাথমিকভাবে জালিয়াতির বিষয়টি প্রমাণিত হয়।
২০২০ সালে জুলাই মাসে বগুড়ায় ব্যাংকে এলে সেখান থেকে তাকেসহ তার তিন সহযোগীকেও আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আত্মসাতের কথা স্বীকার করেন তিনি।
পরে দুদক সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে আরমানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন।
এসএ