প্রধান খবরশিবগঞ্জ উপজেলা

বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাবেক সেনা সদস্য নিহত

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে পড়ে গোলাম মোস্তফা (৫৬) নামের একজন প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম মোস্তফা দেউলী ইউনিয়নের কৃঞ্চপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি স্থানীয় ভড়িয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় রড-সিমেন্টের ব্যবসায়ী ছিলেন। তিনি সাবেক সেনা সদস্য ছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার আগে গোলাম মোস্তফা ব্যবসায়ীক কাজে কিচক বাজারে যান। সেখান থেকে কাজ শেষ করে মোহাম্মদ আলী নামের এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে শ্যামপুর নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি গর্তে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সৈয়দ আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button