আগামী সপ্তাহ থেকে পদ্মা সেতুতে রেল লাইনের কাজ শুরু: রেলপথ মন্ত্রী
আগামী সপ্তাহ থেকে পদ্মা সেতুতে রেল লাইনের কাজ শুরু করার কথা জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।
শুক্রবার (১৫ জুলাই) পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প পরিদর্শন শেষে মাওয়া স্টেশনে সাংবাদিকদের এমন কথা বলেন মন্ত্রী।
শুক্রবার গণমাধ্যমকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেয়া হয়েছে।
এসময় সাংবাদিকদের মন্ত্রী জানিয়েছেন, নানা চড়াই উৎরাই পেরিয়ে নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন হয়েছে পদ্মা সেতুর। আর এই সেতুতে রেল সংযোগের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প সরকারের দশটি অগ্রাধিকার প্রকল্পের একটি। এটি ঢাকা থেকে যশোর পর্যন্ত নতুন রেললাইন নির্মিত হবে।
রেলমন্ত্রী আরও বলেন, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে। সময়মতো বাস্তবায়নের জন্য প্রকল্পকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটি অংশ ঢাকা থেকে মাওয়া পর্যন্ত, দ্বিতীয় অংশ মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত এবং তৃতীয় অংশ ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত।
এ সময় রেলমন্ত্রী বিভিন্ন অংশের কাজের অগ্রগতি তুলে ধরে বলেন, মাওয়া থেকে ভাঙা অংশের অগ্রগতি ৮০ শতাংশ, ঢাকা থেকে মাওয়া অংশের অগ্রগতি ৬০ শতাংশ এবং ভাঙ্গা থেকে যশোর সেকশনের কাজের অগ্রগতি ৫১ শতাংশ এবং সার্বিক কাজের অগ্রগতি ৬০ শতাংশ।
এসময় উপস্থিত ছিলেন, রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক আফজাল হোসেন, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) কামরুল আহসানসহ আরও অনেকে।