প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে ৩৫৪টি ঘর

বগুড়ায় তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে ৩৫৪ টি ঘর।

২১ জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিতরণ কর্মসূটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সারাদেশের মত বগুড়াতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলার ৩৫৪ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ঘর বিতরণ করবেন।

ইতোমধ্যে জেলার নন্দীগ্রাম ও দুপচাঁচিয়া উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাএমনটি জানিয়েছেন বগুড়া জেলা প্রশাসক মো:জিয়াউল হক।

জেলা প্রশাসকের কার্যালয় সুত্রে জানা গেছে দুপচাঁচিয়া উপজেলায় ক তালিকাভুক্ত ভূমিহীন পরিবার সংখ্যা ৩২৯টি। ২১ জুলাই ১০ টি ঘর হস্তান্তরের মাধ্যমে দুপচাঁয়িার ৩২৯ উপকার ভোগী পরিবারকে ঘর বুঝিয়ে দেয় হবে।
এ ছাড়া নন্দীগ্রাম উপজেলায় ক তালিকা ভুক্ত ভূমিহীনপরিবারেরসংখ্যা ৪০৪ টি। ২১ জুলাই ৪০ টি ঘর হস্তান্তরের মাধ্যমে এ উপজেলার সব উপকারভোগী পরিবার ঘর বুঝে পাবেন।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে এক সাংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জিয়্উাল হক জানান, দেশে কেউ ভূমিহীন-গৃহহীন থাকবে না। বঙ্গবন্ধু কন্যা প্রতিশ্রুতি বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসন কাজ করছে। এ ছাড়া আরো কিছু ঘর হস্তান্তর করা হবে। নন্দীগ্রাম ও দুপচাঁচিয়া উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে। প্রধ্যনমন্ত্রীর ঘোষাণা বাস্তবায়নে ২ শতাংশ করে খাস জমি বন্দোবস্ত প্রদান পূর্বক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একক গৃহ নির্মাণের মাধ্যমে বরাদ্দের উদ্যোগ নেয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। এর আওতায় বগুড়ায় ৪ হাজার ৭৪টি পরিবারের জন্য ঘর নির্মাণের উদ্যোগ নেয়া হয়।

প্রথম পর্যায়ে ২০২১ সালের জানুয়ারিতে ঘর পেয়েছেন ১ হাজার ৪৫২ পরিবার। দ্বিতীয় পর্যায়ে একই বছরের জুনে বিতরণ করা হয় ৮৫৭টি ঘর। তৃতীয় পর্যায়ে চলতি বছরের ২৬ এপ্রিল বিতরণ করা হয়েছে ৯৩০টি। আগামী ২১ জুলাই চতুর্থ দফায় ৩৫৪টি ঘর হস্তান্তর করা হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button