সারাদেশ

রংপুরে নিটল মটরসের ঈদ পূর্নমিলনী ও গ্র্যান্ড মেলা

রংপুরে বাণিজ্যিক গাড়ির ক্রেতা ও ব্যবসায়ীদের নিয়ে নিটল মটরস লিমিটেডের এক্সপ্রেস ডিভিশনের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার শহরের পর্যটন মোটেলে নিটল মটরস এক্সপ্রেস ভেইকেল ডিভিশন এই অনুষ্ঠানের আয়োজেন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিটল মটরস লিমিটেডের আঞ্চলিক ডিলার ও দৈনিক জয়যুগান্তরের প্রকাশক-সম্পাদক আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটল মটরস এক্সপ্রেস ভেইকেল ডিভিশনের সিইও মোস্তাক আহমেদ, টাটা মটরসের বাংলাদেশ প্রতিনিধি এসসিভি ডিভিশনের রাহুল কাম্বুজ, এসসিবি ডিভিশনের সিবিও আহমেদ শওকত হোসেন, নিটল মটরস নর্থ বেঙ্গল-১ এর এরিয়া প্রেসিডেন্ট মো. আসাদুজ্জামান আসাদ।

পর্যটন এলাকায় তিনদিন ধরে চলা নিটল মটরসের গাড়ী প্রদর্শনী মেলার শেষ দিন হিসেবে বুধবার এই আয়োজন করা হয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button