প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় পৌর পার্কের পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

বগুড়ার পৌর এডওয়ার্ড পার্কের পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত বেল্লাল হোসেন (৫৫) শহরের মালগ্রাম ডাবতলা এলাকার ইসাহাক আলীর ছেলে। নিহতের পরিবারের দাবি, বেল্লাল হোসেন জন্মগতভাবেই মানসিক ভারসাম্যহীন ছিলেন।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, দুপুর ২টার দিকে পৌর এডওয়ার্ড পার্কের পুকুরে এক ব্যক্তিকে ভাসমান অবস্থায় দেখে ৯৯৯ কল দেয় এক যুবক। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং পুলিশ ও নিহতের ভাগ্নে সাজু লাশ উদ্ধার করে।

নিহতের ভাগ্নে সাজু বলেন, আমার মামা জন্মের পর থেকেই মানসিক ভারসাম্যহীন। তিনি এর আগেও দুই তিন মাস নিখোঁজ ছিলেন। পরে তাকে মহাস্থানগড় থেকে উদ্ধার করা হয়। আজ সকালে বাড়িতে কাউকে কিছু না বলে বের হয়ে যান। পরে তার লাশ পৌর এডওয়ার্ড পার্কের পুকুরে পাওয়া যায়।

এ বিষয়ে সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button