বগুড়ায় শ্রেণিকক্ষে ঢুকে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, তরুণ আটক

বগুড়ার ধুনটে মাদরাসার শ্রেণিকক্ষে ঢুকে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাগর কুমার নামের এক তরুণকে মাথার চুল কেটে ও গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা।
সাগর কুমার (১৮) উপজেলার চিকাশি ইউনিয়নের গজারিয়া গ্রামের হিন্দু পাড়ার কিনু কুমারের ছেলে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষকের মেয়ে গজারিয়া বেসরকারি একটি মাদরাসার নার্সারি শ্রেণির শিক্ষার্থী। তার বয়স প্রায় ৭বছর। অন্যান্য দিনের ন্যায় বৃহস্পতিবার সকালের পাঠ্যবই নিয়ে বের হয়ে মাদরাসার শ্রেণিকক্ষে বসে। এ সময় ওই শ্রেণিকক্ষে অন্য কোন শিক্ষার্থী না থাকার সুযোগে সাগর কুমার শ্রেণিকক্ষে ঢুকে শিশুটিকে ধর্ষণচেষ্টা করে। তখন মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন শ্রেণিকক্ষে পৌছে সাগর কুমারকে আটক করে বিক্ষুব্ধ জনতা তার মাথার চুল কেটে গণধোলাই দিতে থাকে।
সংবাদ পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল গিয়ে জনগণের হাত থেকে সাগরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে থানা হেফাজতে নেয়া হয়।
মাদরাসার পরিচালক ও প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, মেয়েটি শ্রেণিকক্ষে প্রথম সারির বেঞ্চে বসার জন্য নির্ধারিত সময়ের একটু আগে মাদরাসায় আসে। তখন শ্রেণিকক্ষ ফাঁকা পেয়ে সাগর কুমার মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমান পাওয়া গেছে। সাগর কুমারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এসএ