বগুড়ায় ভূমিহীন ও গৃহহীনরা পেলেন ৩৫৪টি ঘর

বগুড়ায় তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীন পরিবার পেয়েছেন ৩৫৪ টি ঘর।
২১ জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিতরণ কর্মসূটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সারাদেশের ন্যায় বগুড়াতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলার ৩৫৪ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ঘর বিতরণ করেন।
আজকের ঘর হস্তান্তরের মধ্যে দিয়ে জেলার নন্দীগ্রাম ও দুপচাঁচিয়া উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জেলা প্রশাসকের কার্যালয় সুত্রে জানা গেছে দুপচাঁচিয়া উপজেলায় ক তালিকাভুক্ত ভূমিহীন পরিবার সংখ্যা ৩২৯টি। ২১ জুলাই ১০ টি ঘর হস্তান্তরের মাধ্যমে দুপচাঁয়িার ৩২৯ উপকার ভোগী পরিবারকে ঘর বুঝিয়ে দেয় সমপন্ন হয়।
এ ছাড়া নন্দীগ্রাম উপজেলায় ক তালিকা ভুক্ত ভূমিহীনপরিবারেরসংখ্যা ৪০৪ টি। ২১ জুলাই ৪০ টি ঘর হস্তান্তরের মাধ্যমে এ উপজেলার সব উপকারভোগী পরিবার ঘর বুঝে পাচ্ছেন।
জেলা প্রশাসক জিয়্উাল হক জানান, দেশে কেউ ভূমিহীন-গৃহহীন থাকবে না। বঙ্গবন্ধু কন্যা প্রতিশ্রুতি বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসন কাজ করছে। এ ছাড়া আরো কিছু ঘর হস্তান্তর করা হবে। নন্দীগ্রাম ও দুপচাঁচিয়া উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে।
প্রধ্যনমন্ত্রীর ঘোষাণা বাস্তবায়নে ২ শতাংশ করে খাস জমি বন্দোবস্ত প্রদান পূর্বক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একক গৃহ নির্মাণের মাধ্যমে বরাদ্দের উদ্যোগ নেয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। এর আওতায় বগুড়ায় ৪ হাজার ৭৪টি পরিবারের জন্য ঘর নির্মাণের উদ্যোগ নেয়া হয়।
প্রথম পর্যায়ে ২০২১ সালের জানুয়ারিতে ঘর পেয়েছেন ১ হাজার ৪৫২ পরিবার। দ্বিতীয় পর্যায়ে একই বছরের জুনে বিতরণ করা হয় ৮৫৭টি ঘর। তৃতীয় পর্যায়ে চলতি বছরের ২৬ এপ্রিল বিতরণ করা হয়েছে ৯৩০টি।
এসএ