সারাদেশ

কুয়াকাটা সৈকতে আবারও দেখা মিলল তিব্র বিষধর “ইয়োলো-বিল্ড সি স্নেক’

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারো দেখা মিলেছে একটি বিষধর ইয়োলো-বিল্ড সি স্নেকের।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে স্থানীয়রা এটি মৃত অবস্থায় দেখতে পান। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা সাপটি উদ্ধার করেন।

এর আগে ১০ জুন সৈকতে একটি জীবিত ইয়োলো-বিল্ড সি স্নেক ভেসে আসে।

ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু বলেন, ‘ধারণা করা হচ্ছে গভীর সমুদ্র থেকে ঢেউয়ের তোড়ে এটি ভেসে এসেছে। সাপটির দৈর্ঘ্যে ১ ফুটের বেশি। তবে ঠিক কি কারণে এটি মারা গেছে তা নিশ্চিত হওয়া যায়নি।’

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, ‘এটি অনেক বিষধর সাপ তাই ডলফিন রক্ষা কমিটির সদস্যদের মাটিপাচা দিতে বলা বলেছে।’

ওয়ার্ল্ড ফিসের সহকারী জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘গোটা বিশ্বের স্থল ও সমুদ্র ভাগের সকল সাপের মধ্যে এটা ৪র্থ বিষধর। এ সাপ সচরাচর দেখা যায় না। এটি সংরক্ষণের চেষ্টা চলছে।’

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button