প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

৮০০ কোটির পৃথিবী: সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বগুড়ায় শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় বগুড়া জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রা শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

পরিবার পরিকল্পনা বিভাগ বগুড়ার উপ-পরিচালক, শাহনাজ পারভীনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক নিলুফা ইয়াছমিন।

উল্লেখ্য যে, ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস হলেও ঈদের ছুটির কারণে সারাদেশে ২১ জুলাই উদযাপন করা হচ্ছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button