বগুড়া জেলা
বগুড়ায় মদসহ মাদক ব্যবসায়ী আটক

বগুড়ায় ৫০ লিটার মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আটককৃত নবীন চন্দ্র দাস(৪৫) বগুড়া সদরের সাবগ্রাম চকলাম এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুরে শহরের সাতমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১২ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদসহ নবীনকে আটক করা হয়। নবীন দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লীডার) মো. তৌহিদুল মবিন খান জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসএ