আন্তর্জাতিক খবর
করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট বাইডেন
করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেন। বৃহস্পতিবার (২১ জুলাই) এমন তথ্য জানায়, হোয়াইট হাউজ প্রশাসন। খবর এএফপির।
হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানায়, ৭৯ বয়সী মার্কিন এ নেতার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে এবং তার কিছু মৃদু লক্ষণও রয়েছে। তবে তিনি আইসোলেশনে থেকে তার সব কাজকর্ম করবেন।
বিবৃতিতে থেকে আরও জানা যায়, তিনি দুইবার করোনার টিকা এবং দুইবার বুস্টার ডোজ গ্রহণ করেছেন। এ ছাড়া বাইডেন ফাইজারের অ্যান্টি-কোভিড পিল প্যাক্সলোভিড খাওয়া শুরু করেছেন।