বিনোদন

ঢাকায় এসেছেন জনপ্রিয় গায়িকা “ওটিলিয়া’

ঢাকায় পৌঁছেছেন জনপ্রিয় রোমানিয়ান পপ গায়িকা ওটিলিয়া ব্রুমা। শুক্রবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

ঢাকায় পৌঁছে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এসব তথ্য জানান এই গায়িকা।

ঢাকায় এসে দারুণ উচ্ছ্বসিত ওটিলিয়া। তা জানিয়ে এই শিল্পী বলেন—‘১৩ ঘণ্টা পর ঢাকায় পৌঁছেছি। আগামীকালের কনসার্টে আপনার সঙ্গে দেখা করার জন্য তর সইছে না।’

একটি মুঠোফোন কোম্পানির অনুষ্ঠানে অংশ নিতে ওটিলিয়ার বাংলাদেশ সফর। শনিবার (২৩ জুলাই) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হবে এটি। এতে লাইভ পারফর্ম করবেন ৩০ বছর বয়সী এই শিল্পী।

জানা যায়, বাংলাদেশি পোশাকেই মঞ্চে উঠবেন তিনি। ঢাকায় দু’দিন অবস্থান করবেন ওটিলিয়া।

ওটিলিয়ার জন্ম রোমানিয়ার সুসেভায়। ২০১৪ সালে ‘বিলিয়নেরা’ গানটি প্রকাশের পর ব্যাপক পরিচিতি লাভ করেন। ইউটিউবে গানটির ভিউ ৫৬ কোটির বেশি।

এই বিভাগের অন্য খবর

Back to top button