প্রধান খবরশাজাহানপুর উপজেলা

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন।

নিহতদের নাম তানভীর ও সাগর। নিহত তানভীর সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাসিন্দা ও সাগর বগুড়া সদরের চেলোপাড়া এলাকার বাসিন্দা।

আহতের নাম আসাফুদ্দৌলা সনি। তিনি সিরাজগঞ্জ সদরের বাসিন্দা।

শনিবার দুপুরে উপজেলার মাদলা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতরা এক মোটরসাইকেলে শাজাহানপুরের নিশ্চিন্তপুর এলাকা থেকে বেতগাড়ী লিচুতলা এলাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাদলা ব্রিজের ওপর বিপরীতগামী একটি ট্রাক সামনে থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তানভীর ও সাগরকে মৃত ঘোষণা করেন। আহত আসাফুদ্দৌলা চিকিৎসাধীন রয়েছে।

কৈগাড়ী পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক হাসান হাফিজার বলেন, নিহতের লাশ শজিমেক হাসপাতালে মর্গে রয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাক রেখে চালক পালিয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ট্রাক পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button