বগুড়ায় ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া সেই নবজাতক এক প্রেমিক জুটির

বগুড়া শহরের ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া নবজাতক ফিরে পেলেন তার মা-বাবাকে। তবে সম্মান রক্ষার্থে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে।
১৪ জুলাই সন্ধ্যার পর শহরের জলেশ্বরীতলার পৌরসভা লেনে ডাস্টবিন থেকে ওই নবজাতক কে উদ্ধার করা হয়। এক গণমাধ্যমকর্মী তার বাসার দরজা খুলে নবজাতকের কান্না শুনতে পান। তিনি থানায় খবর দিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ সাতদিনের ওই শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়।
বগুড়া সদর থানার সদর ফাঁড়ির সদ্য বিদায়ী ইনচার্জ ইন্সপেক্টর তাজলিমুর রহমান ওই শিশুকে উদ্ধার করেন।
তিনি জানান, শিশুর মা-বাবার পরিচয় পাওয়া গেছে। তাদের বাড়ি জলেশ্বরীতলা এলাকায় অর্থাৎ ঘটনাস্থলের পাশেই।
তিনি আরো বলেন, নবজাতকটি এক প্রেমিক জুটির। বিয়ের আগেই প্রেমিকা বাচ্চাটি প্রসব করেন। কিন্তু দুই পরিবারের দ্বন্দ্বের কারণে বাচ্চাটি কেউ মেনে নিচ্ছিল না। এই পরিস্থিতিতে কোনো উপায় না দেখে মা তার নবজাতককে ওই ডাস্টবিনের মধ্যে ফেলে রেখে যান। মায়ের উদ্দেশ্য ছিল বাচ্চাটি বেঁচে থাকুক আর কেউ নিয়ে গেলে যাক।
এক পর্যায়ে বাচ্চাটির মা-বাবাকে খুঁজে পায় পুলিশ । পরে মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয় নবজাতককে। শিশুটি পাওয়ার পর বিয়ে বন্ধনেও আবদ্ধ হন নবজাতকটির মা-বাবা। দুই পরিবার তাদের বিয়ে মেনে নিয়েছেন বলে জানা গেছে।
এসএ