প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় তিন প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিচ্ছিন্নসহ জরিমনা

বগুড়ায় সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখার অপরাধে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত শহরের দত্তবাড়ি ও নিশিন্দারা অভিযান পরিচালনা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর জানান, বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকানপাটসহ সবকিছু খোলা না রাখার ব্যাপারে শহরের মার্কেট, বিপনী বিতান ও দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। আজকের এই অভিযানে একটি প্রতিষ্ঠানকে ২০০টাকা জরিমানা এবং তিনটি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

নেসকো এর সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button