আন্তর্জাতিক খবরপ্রধান খবরস্বাস্থ্য
মাঙ্কিপক্স নিয়ে বিশ্বব্যাপী সতর্কতা করলো “বিশ্ব স্বাস্থ্য সংস্থা’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মাঙ্কিপক্স নিয়ে বিশ্বব্যাপী জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। জাতিসংঘের সংস্থাটির পক্ষ থেকে এটিই সর্বোচ্চ সতর্কতার মাত্রা। খবর সিএনবিসির।
শনিবার ডব্লিউএইচও ঘোষণা দিয়েছে, বিশ্বব্যাপী মাঙ্কিপক্সের বিস্তার আন্তর্জাতিক উদ্বেগের পাশাপাশি জরুরি স্বাস্থ্য সতর্কতার পরিস্থিতি তৈরি করেছে।
সারাবিশ্বের সরকারগুলো ক্রমবর্ধমান প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কঠোরভাবে চেষ্টা চালালেও এটি আরো ছড়িয়ে পড়ার ‘সুস্পষ্ট ঝুঁকি’ রয়েছে।