ফাঁসি ফাঁসি খেলতে গিয়ে ফাঁস লেগেই মারা গেলেন শিশু
চূয়াডাঙ্গায় ফাঁসি ফাঁসি খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিশুটিকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎিসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ১০ বছর বয়সী শিশু সাইদুল ইসলাম শামিউল সদর উপজেলার মোহাম্মদ জুম্মা গ্রামের দিনমজুর খোরশেদ আলমের ছেলে। সে সিন্দুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
রবিবার সকাল ১০টার দিকে চূয়াডাঙ্গার সদর উপজেলার মোহাম্মদ জুম্মা গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে অন্য বাচ্চাদের সঙ্গে ফাঁসি ফাঁসি খেলতে শুরু করে সে। পরে গলায় ফাঁস লাগলে গুরুতর আহত হয়। তখন তার বাবা কাজে ছিলেন। প্রতিবেশী তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ।