ধুনট উপজেলাপ্রধান খবর

বগুড়ায় স্ত্রী’র আঘাতে স্বামী’র মৃত্যু

বগুড়ার ধুনটে আব্দুর রহিম (৬৫) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে স্ত্রী বিউটিকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বিউটি আব্দুর রহিমের দ্বিতীয় স্ত্রী।

রোববার দুপুরে উপজেলার নিমগাছি ইউনিয়নের দক্ষিণ ধামাচাপা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ১২টার দিকে বিউটির সাথে ঝগড়া বিবাদ হয় রহিমের। এর এক পর্যায়ে বিউটি তার স্বামী আব্দুর রহিমের অণ্ডকোষ চেপে ধরে আঘাত করেলে রহিমের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, আব্দুর রহিমের প্রথম স্ত্রী রওশন আরা সাত বছর আগে মারা যাবার এক বছরের মাথায় তিনি বিউটি খাতুনকে (৪০) বিয়ে করেন। বিয়ের পর থেকে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকত। মাঝেমধ্যে বিউটি বৃদ্ধ আব্দুর রহিমকে মারধরও করতেন।

বিষয়টি নিশ্চিত করে ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button