সারাদেশ
সেই ৩ যমজ শিশু স্বপ্ন-পদ্মা-সেতু’র পদ্মা মারা গেছে
![](https://boguralive.com/wp-content/uploads/2022/07/Dinajpur-2207231919.jpg)
দিনাজপুরের বিরামপুরে জন্ম নেওয়া তিন যমজ শিশু স্বপ্ন, পদ্মা, সেতু নামের মধ্যে পদ্মা মারা গেছে।
শনিবার (২৩জুলাই) বিকেলে বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের কৃষ্টবাটি গ্রামে নিজ বাড়িতে শিশু পদ্মার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার।
বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার জানান, শনিবার বিকেলে শুনেছি পদ্মা নামের শিশুটি মারা গেছে। স্বপ্ন, পদ্মা, সেতু এই তিন যমজ শিশু গত ১৮জুলাই বিরামপুর ইমার উদ্দিন কমিটি হাসপাতালে স্বাভাবিক ভাবে জন্ম গ্রহন করে। ওই তিন সন্তানের জন্ম দেন সাদিয়া বেগম নামের এক প্রসূতি। তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিলো। পরে শিশুদের বাবা-মা নিজ বাড়িতে নিয়ে যান।