গাজীপুরে একটি কারখানায় এসি বিস্ফোরণে দুইজন নিহত

গাজীপুর সদরের বোরকান এলাকায় এলিগ্যান্ট গ্রুপের ক্যাসিওপিয়া ফ্যাশন লিমিটেড নামে একটি কারখানায় এসির কম্প্রেসার বিস্ফোরণের ঘটনায় দুজন নিহত হয়েছেন।
রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত সাগর (২২) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার কালিদাসপুর গ্রামের মো. মতিউর রহমানের ছেলে। সে ওই কারখানায় ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। অপরজনের নাম মো. সোহেল। তিনি এসি মেরামতকারী কর্মী।
জানা যায়, নিহতরা ওই প্রতিষ্ঠানে এসি মেরামতের কাজ করছিলেন। এসময় বিকাল সাড়ে ৫টার দিকে হঠাৎ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে তাদের দেহের আংশিক ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তারা মারা যান। এ ঘটনায় অন্য কেউ আহত হয়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার এসএম আজিজুল হক।