জাতীয়

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ২ বাংলাদেশি যুবক নিহত

দক্ষিণ আফ্রিকার ব্রাকফান শহরে সেই দেশীয় সন্ত্রাসীদের গুলিতে মো. শুভ (২৩) ও আরিফ হোসেন (২২) নামে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হন হাসানসহ আরও দুজন।

নিহতদের গ্রামের বাড়িতে চলছে মাতম। চাঁদা ও টাকা পয়সা লুটের উদ্দেশ্যে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৮টার দিকে ব্রাকফান শহরের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের দক্ষিণ পশ্চিম বদরপুর গ্রামের আবদুর রশিদ মিয়ার বাড়ির মৃত মহিন উদ্দিনের ছেলে আরিফ হোসেন ও পোরকরা গ্রামের আবদুল লতিফের ছেলে শুভ।

দুইজনের মৃতদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারের লোকজন সরকারের সহযোগিতা কামনা করেছেন বলে জানা যায়।

এই বিভাগের অন্য খবর

Back to top button