জাতীয়প্রধান খবরসারাদেশ

দেশে দেখা গেলো বিরল জলের টর্নেডো

দেশের বৃহত্তম হাওর হাকালুকিতে দেখা গেলো বিরল জলের টর্নেডোর (Spinning Waterspouts), একে জলের ঘূর্ণিও বলা হয়। প্রায় পাঁচ মিনিট ধরে হাওরের পানি ঘূর্ণির সাথে ওপরে উঠে যেতে থাকে। এসময় পানির প্রবাহ দূর থেকেও টের পাওয়া যাচ্ছিল। এক পর্যায়ে বাতাসের ধাক্কায় ঘূর্ণিটি ভেঙে যায়।

হাওরে সৃষ্ট এই জলের ঘূর্ণিটি মৌলভীবাজারের জুড়ি ও বড়লেখা থেকে দেখা যায়।

শনিবার (২৩ জুলাই) বিকেলে মৌলভীবাজারের জুড়ি ও বড়লেখা উপজেলা থেকে বিশাল এক ঘূর্ণি দেখতে পান স্থানীয়রা।

এসময় উপস্থিত লোকজন এ ঘটনার ভিডিও ধারণ করেন। ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ঘূর্ণিটিতে কোনো ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। বরং বিরল এই প্রাকৃতিক দৃশ্য দেখে উপস্থিত লোকজনকে উচ্ছ্বসিত হতে দেখা গেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button