খেলাধুলা

শুটিং করছেন সাকিব

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে খেলার মাঠের বাইরে বহুবার বিজ্ঞাপনচিত্রের মডেল হতেও দেখা গেছে। এরই ধারাবাহিকতায় তিনি এবার একটি মোবাইল অপারটরের বিজ্ঞাপনের শুটিং করছেন।

আজ ২৪ জুলাই এফডিসিতে এর শুটিংয়ে অংশ নেন সাকিব।

সাকিবকে অন্যরকম বেশভূষায় দেখা গেছে। মাথার্ভতি ঝাঁকড়া চুল, নাকের নিচে চিরল গোঁফ আর আস্তিন গোটানো শার্ট- এমন বেশে দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। 

বিজ্ঞাপনটি নির্মাণ করছেন আদনান আল রাজীব।

এফডিসি কর্তৃপক্ষ জানিয়েছে, শুটিংয়ের কাজ সারাদিন ধরেই চলছে। আগামীকালের জন্যও বুকিং রাখা হয়েছে ফ্লোরটি।

এই বিভাগের অন্য খবর

Back to top button