আইন ও অপরাধপ্রধান খবর

“ওএসডি’ হলেন সাংবাদিককে গালি দেয়া সেই “ইউএনও’

সাংবাদিককে গালি দেওয়া টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়সার খসরুকে ওএসডি করা হয়েছে।

সোমবার (২৫ জুলাই) তাকে ওএসডি করা হয়।

গতকাল জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে তাকে। কেন একজন সাংবাদিকের সাথে অশালীন ও কুরুচিপূর্ণ আচরণ করা হয়েছে, প্রেরিত নোটিশে তা জানতে চাওয়া হয়েছে।

গতকাল হাইকোর্ট ইউএনওর অকথ্য ভাষায় গালাগালি করার ঘটনাকে দুঃখজনক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।

হাইকোর্ট বলেছেন, তার ভাষা মাস্তানের চেয়েও খারাপ। একজন দায়িত্বশীল ব্যক্তির মুখে এমন অশ্লীল শব্দ কাম্য নয়।

গত বৃহস্পতিবার আশ্রয়ণ প্রকল্পের ঘরে পানি প্রবেশ নিয়ে একটি অনলাইন পোর্টালে সংবাদ প্রচারিত হয়। এরপর ক্ষিপ্ত হয়ে ওই পোর্টালের জেলা প্রতিনিধি সাইদুল ফরহাদকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়সার খসরু।

এই বিভাগের অন্য খবর

Back to top button